• GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide

সকল নোটিশ


ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ ডাউনলোড
1 ​ জরুরী নোটিশ!! বিষয়: বার্ষিক পরীক্ষা-২০২৫ এবং সকল বকেয়া ফি/বেতন পরিশোধ প্রসঙ্গে।

​সম্মানিত অভিভাবক/অভিভাবিকাবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ,

​এতদ্বারা হযরত ইমাম হোসাইন (রাঃ) বহুমুখী ইসলামী কমপ্লেক্স ট্রাষ্ট পরিচালিত

 ইসহাক ভান্ডারি নূরানী ইসলামি কিন্ডারগার্টেন, নিমতল আহমদিয়া আমিরিয়া বশর মওলা দাখিল মাদ্রাসা ও মুহাতারামা মল্লিকা খাতুন মডেল হেফজখানার সকল ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬/১১/২০২৫ খ্রিঃ তারিখ থেকে বার্ষিক পরীক্ষা-২০২৫ শুরু হতে চলেছে।

​পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ও পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে নিম্নলিখিত নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে:

​১.  বকেয়া ফি পরিশোধ: যে সকল ছাত্রছাত্রীর মাসিক বেতন, সেশন ফি অথবা অন্য কোনো বকেয়া ফি এখনও পরিশোধ করা হয়নি, তাদের আগামী ২০/১১/২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের হিসাব বিভাগে তা পরিশোধ করতে হবে।

২.  প্রবেশপত্র সংগ্রহ: প্রবেশপত্র বিতরণের দিন অবশ্যই সকল প্রকার বকেয়া এবং বার্ষিক পরীক্ষার ফি সম্পূর্ণরূপে পরিশোধের রশিদ প্রদর্শন করতে হবে।

৩.  গুরুত্বপূর্ণ সতর্কতা: নির্ধারিত তারিখের মধ্যে কোনো ছাত্রছাত্রীর বকেয়া ফি পরিশোধ করা না হলে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বার্ষিক পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে না এবং সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না।

​সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

​আদেশক্রমে, 

কর্তৃপক্ষ। 

2025-11-11 pdf
2 ভর্তি বিজ্ঞপ্তি

১লা নভেম্বর থেকে ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে যারা যারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে তাদের জন্য থাকবে বিশেষ ছাড়! 

2025-11-10 pdf