• GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide

Hazrat Imam Hossain Multipurpose Islamic Complex Trust


জ্ঞানের আলোয় আঁধার মুছে, মানবিকতার সেবায় পথ চলি।

​"হযরত ইমাম হোসাইন (রাঃ)জ্ঞা বহুমুখী ইসলামি কমপ্লেক্স ট্রাস্ট" শুধু একটি প্রতিষ্ঠান নয়; এটি একটি স্বপ্ন, একটি লক্ষ্য এবং একটি পবিত্র আমানত। কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের যে মহান আদর্শ হযরত ইমাম হোসাইন (রাঃ) স্থাপন করে গেছেন, সেই আদর্শকে বুকে ধারণ করেই আমাদের এই পথচলার সূচনা।

​আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা কেবল অক্ষরজ্ঞান বা সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত শিক্ষা হলো সেটি, যা অন্তরে আল্লাহর ভয়, রাসূল (সাঃ)-এর প্রতি গভীর ভালোবাসা এবং সৃষ্টির প্রতি মমত্ববোধ জাগ্রত করে। আমাদের লক্ষ্য এমন এক প্রজন্ম তৈরি করা, যারা জ্ঞানে হবে প্রখর, চরিত্রে হবে নিষ্কলুষ এবং সেবায় হবে নিবেদিতপ্রাণ।

​কেন আমরা "মাল্টিপারপাস ইসলামিক কমপ্লেক্স ট্রাস্ট"?

​ইসলামিক কমপ্লেক্স: এটি শুধু একটি মাদ্রাসা বা বিদ্যালয় নয়। এটি একটি পূর্ণাঙ্গ ইসলামিক কেন্দ্র, যেখানে কোরআন-হাদিসের গভীর জ্ঞানের পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানো হয়েছে। আমাদের ছাত্ররা এখানে হিফজ (কোরআন মুখস্থ), নূরানী (হাদিস ও মাসয়ালা মাসায়েল মুখস্থ), ইবতেদায়ী (ইসলামী আক্বিদা, ফিকহ ও ব্যকরণ জ্ঞান, ইসলামিক শাস্ত্র) এবং একইসাথে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হচ্ছে।

​মাল্টিপারপাস (বহুমুখী): আমাদের কার্যক্রম শুধু শিক্ষাদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই কমপ্লেক্সের অধীনে বর্তমানে পরিচালিত হচ্ছে হেফজখানা, নূরানী, ইবতেদায়ী, মহিলা একাডেমি, লঙ্গরখানাসহ এতিমখানা লিল্লাহ বোর্ডিং। যেখানে অভিভাবকহীন শিশুরা খুঁজে পায় নিরাপদ আশ্রয়, ও শিক্ষার আলো। আমরা জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প (যেমন: দাতব্য স্বাস্থ্যসেবা, নববী আদলে শাহী জামে মসজিদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণসহ ইত্যাদি) পরিচালনা করার পরিকল্পনা করছি, যা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ায়।

​ট্রাস্ট (আমানত): এই প্রতিষ্ঠানটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি সর্বস্তরের মানুষের আমানত। আপনাদের প্রতিটি অনুদান, দোয়া এবং পরামর্শকে আমরা পবিত্র আমানত হিসেবে গ্রহণ করি এবং তা শতভাগ স্বচ্ছতার সাথে দ্বীনের সেবায় এবং মানবতার কল্যাণে ব্যয় করি।

​আমাদের এই সবুজ ক্যাম্পাসজুড়ে প্রতিটি ছাত্রের পদচারণা, প্রতিটি শিক্ষকের প্রচেষ্টা এবং ট্রাস্টি বোর্ডের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম—সবকিছুই একটি মহান উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হয়।

 যা মহান আল্লাহ পাক ও তার প্রিয় হাবীব (সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম) উনাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সমাজের সর্বস্থরে আল কোরআন ও  সুন্নাহর আলো, পবিত্র আহলে বাইত উনাদের আদর্শ ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার মাধ্যমে একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন  সুন্দর সমাজ বিনির্মাণ আমাদের প্রধান লক্ষ্য যেটি হযরত ইমাম হোসাইন (রাঃ)-এর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে।

​আমাদের এই মহৎ যাত্রায় আপনাকেও স্বাগতম।